
স্টাফ রিপোর্টার ভোলা।।
আধুনিক ভোলার রুপকার ৬৯ অভ্যুত্থানের মহানায়ক, সাবেক ডাকসুর ভিপি, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা সেই মহান নেতা, বাংলাদেশের কিংবদন্তী পার্লামেন্টারিয়ান ও প্রবীণ রাজনীতিবিদ, সাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুইবারের অত্যন্ত সফল শিল্প ও বাণিজ্যমন্ত্রী ভোলা (১) আসনের সংসদ
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বাংলাদেশের অনেক উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছ। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম। বঙ্গবন্ধুর সাথে পৃথিবীর অনেক দেশে গিয়েছি। তিনি আমাকে অনেক স্নেহ করতেন। তাই যে কয়দিন বেঁচে আছি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বেঁচে থাকতে চাই।
গতকাল বিকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জন সমাবেশে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাপ্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজহার উদ্দিন কালুর সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু, ও ভোলা জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমূখ।