মোরেলগঞ্জ -বাগেরহাট- প্রতিনিধি।।
বাগেহাটের মোরলগঞ্জে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মেহেদী হোসেন সোহেল -২৪- নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। নির্যাতিতা স্কুল ছাত্রীকে পুলিশ হেফাজতে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলা সদরের ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিশু ছাত্রী
গত বুধবার স্কুল ছুটি শেষে বারইখালী ফেরিঘাট এলাকায় তার বাড়ি ফেরার পথে একই এলাকার পূর্ব পরিচিত যুবক মেহেদী হোসেন সোহেল তাকে মোটর সাইকেলে করে ঘুরতে নিয়ে যায়। বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত ঘোড়াঘুড়ি করে বাড়ি ফেরার পথে ভাষান্দল গ্রামের মাঝি বাড়ি নামক স্থানে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই শিশু ছাত্রীটিকে ধর্ষণ করে।
রাত ৯ টার দিকে শিশুটিকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে মেহেদী হাসান সোহেল পালিয়ে যায়। ছাত্রীটি বাড়ি ফিরে ধর্ষনের ঘটনাটি তার নানীকে জানালে বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়ে গিয়ে বিষয়টি প্রধান শিক্ষককে অবহিত করেন।
এ ঘটনায় প্রধান শিক্ষক মো. হারুন-অর রশিদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি মামালা হিসেবে গ্রহন করে আসামি মেহেদী হোসেন সোহেলকে গ্রেফতার করে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ -তদন্ত- মো. শাহজাহান আলী খান জানান- প্রধান শিক্ষকের অভিযোগ আমলে নিয়ে মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।