স্টাফ রিপোর্টার- মেহেরপুর।
মেহেরপুর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -র্যাব-১২- অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ ফজিলা খাতুন -৬০-নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ফজিলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী।
শনিবার -১৬ নভেম্বর- সকাল সাড়ে ৭ টার দিকে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর দক্ষিণপাড়ার জনৈক আব্বাস আলীর বসতবাড়ীর রান্না ঘরের একটি স্টিলের বক্স থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১২- সিপিসি-৩- মেহেরপুরের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ- পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- বিক্রির উদ্দেশ্যে দুর্লভপুর -দক্ষিণপাড়া- সাকিনস্থ জনৈক আব্বাসের বসতবাড়ীর রান্না ঘরে একটি স্টিলের বক্সের ভিতরে মাদকদ্রব্য গাঁজা রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ- পিপিএম- কোম্পানী কমান্ডার ও এএসপি এনামুল হক- স্কোয়াড কমান্ডা- র্যাব-১২- সিপিসি-৩- মেহেরপুরদ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ফজিলা খাতুনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ১০ কেজি ৮’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- আসামী ফজিলা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে।
ঘটনায় গ্রেফতারকৃত আসামী ফজিলা ও উদ্ধারকৃত আলামত আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।