
তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় সমস্ত বাসীর স্মরণে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ২য় বার্ষিক ইসলামি সু্ন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের মহিষমারী মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে শনিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ মহতি মাহফিল অনুষ্ঠিত হয়।এতে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিন্টু’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন- সারা জাগানো ইসলামী বক্তা বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব হযরত মাওঃ মুফতী মাসুদুর রহমান হামিদি।দেশ ও প্রবাসের সকল মুক্তিকামী ও কবরবাসীদের স্মরণে আখেরী মোনাজাত পেশ করেন- মহিষমারী সূফী দরবার শরীফের পীর কেবলা আলহাজ্ব হযরত মাওঃ মহিউদ্দিন সূফী আল ক্বাদরী হানাফি (মাঃ জিঃ আঃ)।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন- বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব হযরত মাওঃ মুফতী হাসান সিরাজী- মহিষমারী সিদ্দিকিয়া দরবার শরীফের পীর কেবলা হযরত মাওঃ মোঃ মনিরুদ্দিন খন্দকার, মধ্যপাড়া গাউসুল আযম জামে মসজিদের ঈমাম মোঃ ইউনুস আলী-কাদেরী- পূর্বপাড়া পীর মাহমুদ সূফী (রহঃ) জামে মসজিদের ঈমাম ফয়সাল আহমাদ- পশ্চিমপাড়া জামে মসজিদের ঈমাম মো. জালাল উদ্দিন ও তাজী বাড়ী জামে মসজিদের ঈমাম মো. ইউসুফ আলী আল-কাদেরী।