আবু তালেব
লালপুর -নাটোর- প্রতিনিধি।।
নাটোরের লালপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে বিলমাড়ীয়া বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মাসুদ রানা আনারস প্রতীকে ১৫৪ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে ডা. টিউবয়েল টিউবওয়েল প্রতীক ১০১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শনিবার -৭ সেপ্টেম্বর- সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ৫নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।
ভোটগ্রহণ কর্মকর্তা জানান- নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মোঃ মাসুদ রানা সরদার -আনারস- ১৫৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মোঃ শরিফুল ইসলাম শরিফ -ছাতা- ১২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩ জন- মোঃ মোমিনুল ইসলাম -টিউবওয়েল- ১০১ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মুনতাজ আলী -ফুটবল- ৯২টি ভোট পেয়েছেন। মোঃ মতিউর রহমান -দেওয়াল ঘড়ি- ৮৩ টি ভোট পেয়েছে। মোট ২৮৩ জন ভোটার সংখ্যা।