
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক- অনুরর্ধ্ব- ১৭- অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিকেলে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলার নরসিংদী সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ অংশ গ্রহন করেছিল।
বঙ্গবন্ধু ফাইনাল খেলায় চিনিশপুর ইউনিয়ন পরিষদ একাদশ বনাম মেহের পাড়া ইউনিয়ন পরিষদ একাদশের খেলা অনুষ্ঠিত হয় । ট্রাইব্রেকারে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ কে ০৩ – ০১ গোলে হারিয়েছে চিনিশপুর ইউনিয়ন পরিষদ।
বঙ্গবন্ধু ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার -ভূমি- সাইফুল ইসলাম,
বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলার শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ- চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোতালিব হোসেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর- সিনিয়র শিক্ষক মো. অহিদুজ্জান- সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন- সহকারী শিক্ষক আবদুর রহমান- সহকারী শিক্ষক জাকির হোসাইন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে উপজেলা প্রশাসন ও নরসিংদী সদর উপজেলা ক্রীড়া সংস্থা।
রেফারীর দায়িত্ব পালন করেন সবুজ মিয়া- সারোয়ার হোসেন- রিয়াজুল হক- স্বপন কুমার দাস।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর – কিশোরীদের শারীরিক- মানষিক ও নান্দনিক বিকাশ- প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা- মনোবল বৃদ্ধি। খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা- ক্রীড়া চর্চায় উদ্ধুদ্ধ করন- মাদকাসক্তি- জঙ্গিবাদ সহ সকল অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার লক্ষে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ২০৪১ সালে বাংলাদেশকে উন্নয়ন দেশের মর্যাদা লাভের লক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্যেগ গ্রহন করেছে।