
ফেনী প্রতিনিধি।।
“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে অনুকরণীয় সফল কার্যক্রম পরিচালনা করায় শ্রেষ্ঠ ৫ নারী কে জয়ীতা সংবর্ধনা প্রদান করি হয়েছে।
শুক্রবার ( ৯ ডিসেম্বার) ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত
বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সফল জননী ক্যাটাগরীতে জেলার শ্রেষ্ট “জয়ীতা” পুরস্কার গ্রহন করেন ফেনীর গণমানুষের নেতা,ফেনী জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক জননেতা নিজাম উদ্দিন হাজারী এর বড় বোন কামরুন নাহার, অর্থনীতিতে শ্রেষ্ঠ পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর মঞ্জুরাণী দেবী, শিক্ষা ও চাকরির ক্ষত্রে সফল মমতাজ বেগম, নির্যাতনের পর ঘুরে দাঁড়ানো নারী আলেয়া বেগম,সমাজ উন্নায়নে সফল নারী রোকেয়া বেগম এই ৫ জন কে জেলার শ্রেষ্ঠ জয়ীতা সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুলতানা নাসরিন কন্তার সঞ্চালনায় ও জেলা প্রসাশক আবু সেলিম মাহমুদ-উল-হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
উক্ত অনুষ্ঠানে বক্তারা জানান, পরিবারিক জীবনে নারীরা অনেক দায়িত্ব পালন করে থাকে বিশেষ করে সন্তানদের লালন পালন করে এর পাশাপাশি অন্য ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করা একটি বড় চ্যালেঞ্জ এতো কিছুর পরেও আমাদের নারীরা বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ উপেক্ষা করে সফল হচ্ছে। আমাদের দেশে প্রধানমন্ত্রী, স্পিকারসহ বিভিন্ন ক্ষেত্রে নারীকে প্রতিষ্ঠিত করা হয়েছে। নারীদের আরো উৎসাহিত করে বেশি বেশি অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। আমাদের সমাজে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে কিন্তু পরিবার ও সমাজের ব্যাবস্থার জন্য তাঁরা অবদান রাখতে পারছেন আজ যাদের জয়ীতা সংবর্ধনা দেয়া হয়েছে তাঁরা এই সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে যোগ্যতার প্রমাণ দিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল অবদান রেখেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ফেনীর জেলা পুলিশ সুপার জাকির হাসান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ তৌহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু তাহের সহ প্রসাশনের বিভিন্ন কর্মকর্তা।