শাহিন ফকির।।
পিরোজপুর জেলা স্টেডিয়ামে ২২ নভেম্বর সকাল ১০.০০ ঘটিকায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করা হয়।উদ্বোধনী ম্যাচে বরিশাল বিভাগের ক্রিকেটারদের নিয়ে আজ টি-টুয়েন্টি খেলায় লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে অংশ নেয় খেলোয়াড়রা।
উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রিড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মেহরাব হোসেন অপি,এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু,
জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মো. আলমগীর হোসেন,জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, রাজশাহী বিভাগে উদ্বোধন করে পর্যায়ক্রমে ফরিদপুরে এবং আজকে পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারা বছরই ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন খেলা বিভাগীয় পর্যায়ে শুরু করেছি। এরপরে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চালু রাখব।
তিনি আরও বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে মাদক ও সন্ত্রাস মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত একটি যুব ও ছাত্র সমাজ তৈরি করার লক্ষ্যে সন্তানদের খেলার মাঠে ফিরিয়ে নিতেই সারা দেশে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।