
জান্নাতীন নাঈম জীবন/পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) ২ দিন ব্যাপি বনসাই এর কৌশলগত প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত।
১২ অক্টোবর ( বুধবার) কৃষি অনুষদের কনফারেন্স রুমে সকাল ৯ টা থেকে উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রোমান আকনের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহবুব রব্বানী, লিভিং আর্ট এর সত্ত্বাধিকারী কে এম সবুজ সহ পবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী।
শিক্ষার্থীদের বনসাই এর কৌশলগত প্রশিক্ষণ প্রদান করেন অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, অধ্যাপক ড. এম এ মালেক, অধ্যাপক ড. মাহবুব রব্বানী, অধ্যাপক ড. জুয়েল হাওলাদার, সহযোগী অধ্যাপক মোঃ রোমান আকন সহ লিভিং আর্ট এর সত্ত্বাধিকারী কে এম সবুজ।
লিভিং আর্টের সত্ত্বাধিকারী কে এম সবুজ বলেন, ” বনসাই যেমন প্রতিকূল পরিবেশ নিজের সৌন্দর্য বিলাচ্ছে, এটা আমাদের শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত।”
উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ” বনসাইয়ের অনেক বাজার মূল্য রয়েছে, তোমারা চাকরির পিছে না ছুটে বনসাই চাষের উদ্যোক্তা হতে পারো”।
উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ” বনসাই যেমন ছোট জায়গায় নিজেকে টিকিয়ে রাখে তেমন আমাদের সকল প্রতিকূল পরিবেশ নিজেকে টিকিয়ে রাখতে হবে”।