দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটায় ইউপি চেয়ারম্যান ও সচিবদের নিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার -১৫ জুলাই- উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার -উন্নয়ন এবং শিক্ষা ও আইসিটি- অতিরিক্ত হুসাইন শওকত। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ- মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ- কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক- সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম- নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী- দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল প্রমুখ।
এসময় সকল ইউনিয়ন থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন লক্ষমাত্রা পূরণ করতে বিভিন্ন আলোচনা করা হয়। এছাড়া ওয়ার্ড পর্যায়ে প্রতিমাসে জন্ম গ্রহন ও মৃত্যু বরণ কারীদের তথ্য অনলাইনে এট্রি করতে হবে। এগিকে সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কুইজ প্রতিযোগীতায় বিজয়ী দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক ও কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেনকে পুরস্কার প্রদান করা হয়।