তিতাস-কুমিল্লা- প্রতিনিধি।।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে দাউদকান্দিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা শাখার নেতৃবৃন্দ।গতকাল শুক্রবার -২৩ আগস্ট- বেলা ১১টায় উপজেলার গৌরীপুর বাজারের গ্রীন লীফ রেস্তোরাঁয় এ মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি শাখার আমীর মনিরুজ্জামান বাহালুল বলেন- জাতির সংকটের মুহূর্তে আমরা লক্ষ্য করলাম এদেশের মানুষ বাঁচার জন্য সংগ্রাম করে ফুটন্ত কড়াই থেকে লাফ দিযে জ্বলন্ত চুলায় পড়েছে। পরিবর্তনের ঊষালগ্ন থেকেই কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রামে বিভিন্ন সরকারি স্থাপনা- প্রতিপক্ষের ঘরবাড়ি- ব্যবসা প্রতিষ্ঠান- বিশেষে কিছু জায়গায় ভিন্ন ধর্মালম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করেছে। যাহা কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। যাদের অন্তরে মানবতাবোধ ও দেশপ্রেম আছে তারা এগুলো করতে পারেনা। এমন পরিস্থিতিতে সবার আগে দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিবাদের বলিষ্ঠ দৃষ্টান্ত রেখেছে। আমরা রাজনীতি করি মানুষ ও দেশের জন্য- ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আদর্শ কল্যাণমুখী রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।
জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির দাউদকান্দি উপজেলা শাখার সেক্রেটারী মোঃ মনিরুজ্জামান- পৌরসভার আমীর আবুল কাসেম প্রধানিয়া- উপজেলা সহকারী সেক্রেটারী মেজবাহ উদ্দিন সিরাজী- মাওলানা কাজী বশিরুল্লাহ- জেলা শ্রমিক কল্যানের সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসেন- পৌরসভার সেক্রেটারী আবু বক্কর সিদ্দিক- ইসলামি ছাত্র শিবির সভাপতি-কুমিল্লা পশ্চিম- মোঃ জিসান মিয়া প্রমুখ।
এসময় দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত থেকে জামায়াত ইসলামী নেতাদের বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায়। জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা খন্দকার আবুল বাশার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে সার্বিক সহযোগিতার চেয়েছেন। ওনাদের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের স্বাধীন সাংবাদিকতা করতে বলা হয়েছে। তাদের কেউ যদি অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাহলে ছবিসহ সংবাদ পরিবেশন করা জন্য বলা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শ সংগঠন। দীর্ঘ বছর পর আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাই সকলে মিলেমিশে দেশের কল্যাণে কাজ করবো।