
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁ সরকারি কলেজ থেকে এমবিবিএস ২০২৪-২৫ সেশনে ১৯ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় এবং ১৯ জানুয়ারি বিকালে ফলাফল প্রকাশ করা হয়। এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার ছিলো ৯০.৭৫।
৩০শে জানুয়ারি দুপুরে অত্র কলেজের সভা কক্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সংবর্ধনা প্রদান করেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোছাম্মৎ জিন্নাতুন নাহার। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষা ক্যাডার সদস্যবৃন্দ। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৯ জন ভবিষ্যৎ ডাক্তারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।
ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হলো: ১. আব্দুল করিম (মুগদা মেডিকেল কলেজ, ঢাকা- ২.নাজমুল-রংপুর মেডিকেল কলেজ- ৩.জব্বার-রাজশাহী মেডিকেল কলেজ -৪.বিধান -রাজশাহী মেডিকেল কলেজ- ৫.স্নেহা-পাবনা মেডিকেল কলেজ- ৬. মিম-যশোর মেডিকেল কলেজ – ৭.শ্রাবন্তী -রংপুর মেডিকেল কলেজ-৮.আবু সাঈদ -চাঁদপুর মেডিকেল- ৯.মুন-বগুড়া মেডিকেল কলেজ- ১০.ইতি-হবিগঞ্জ মেডিকেল কলেজ- ১১.সাবাব -পটুয়াখালী মেডিকেল কলেজ-৷ ১২.তামান্না-নীলফামারী মেডিকেল কলেজ- ১৩. নাহিদ -সোহরাওয়ার্দী মেডিকেল- ১৪.আহসান -নওগা মেডিকেল কলেজ- ১৫. মিতু -জামালপুর মেডিকেল কলেজ-১৬. নিশিতা -নীলফামারী মেডিকেল কলেজ-১৭.অর্হিনিবেশ-দিনাজপুর মেডিকেল কলেজ- ১৮.প্রাপ্তি -সিলেট মেডিকেল কলেজ- এবং ১৯ বিধান রাজশাহী মেডিকেল কলেজ।
শিক্ষার্থীদের এইরকম কৃতিত্বে কলেজের শিক্ষক অভিভাবক সহ সকল শিক্ষার্থীদের বাধভাঙ্গা উল্লাস৷ এবং ভবিষ্যতে যেনো এরচেয়েও ভালো সাফল্য অর্জন করতে পারে তারজন্য দোয়ার দরখাস্ত করেন।