মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠি সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের -ইউপি- চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ৯ সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
গত ৬ আগস্ট থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সেবা বিঘ্নিত হওয়া লাঘব করতে নিবন্ধকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করার অনুমতি প্রদান করা হয়েছে এ ৯ কর্মকর্তাকে। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা ০৫.১০.৪২৪০.০০২.০৪.০১৮.২৪ নম্বর স্মারকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ দেয়া হয়।
সদর উপজেলা নির্বাহী ককর্মকর্তা অনুজা মণ্ডল স্বাক্ষরিত আদেশে বলা হয়- ঝালকাঠি সদর উপজেলার আওতাধীন ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে বিনয়কাঠি ইউপি চেয়ারম্যান ব্যতীত অন্য সকল চেয়ারম্যানগণ কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার- পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- স্থানীয় সরকার বিভাগ স্মারক নং ৪৬.০০.০০০০.০৩৯.০১৮.০০৯.২০২৪-৮৪০ তারিখ: ১৪ আগস্ট, ২০২৪ পত্রমূলে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সেবা বিঘ্নিত হচ্ছিল। তাই নাগরিক সেবা চালিয়ে যেতে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত ৯ কর্মকর্তাকে নিবন্ধকের ইউজার আইডি, পাসওয়ার্ড তৈরি করার অনুমতি প্রদান করা হলো।
জারিকৃত আদেশ অনুয়ায়ী- গাভারামচন্দ্রপুর ইউপিতে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল মনির- নবগ্রাম ইউপিতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী- কেওড়া ইউপিতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অমিত কর্মকার- কীর্তিপাশা ইউপিতে উপজেলা সমবার কর্মকর্তা মো. আবদুল্লাহ আল কাইয়ুম- বাসন্ডা ইউপিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা- পোনাবালিয়া ইউপিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুল আলম জোমাদ্দার- গাবখান-ধানসিড়ি ইউপিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ- শেখেরহাট ইউপিতে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার- নথুল্লাবাদ ইউপিতে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. জিয়া উদ্দিন দায়িত্ব পালন করবেন। শুধু বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দিন পলাশের স্থানে কাউকে দায়িত্ব দেয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল মুঠোফোনে বলেন- বিনয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান মাইনউদ্দিন পলাশ তার ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত থাকায় তাকে বহাল রাখা হয়েছে।
গত ৬ আগস্ট থেকে ইউপি চেয়ারম্যানরা আত্মগোপনে চলে যাওয়ায় নাগরিক সেবায় বেশ বেগ পেতে হচ্ছিল ইউনিয়নবাসীর। জন্ম ও মৃত্যু নিবন্ধনে কাজে পিছিয়ে পড়ছিলেন সেবাগ্রহীতারা।