
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিশাল আলোচনা সভা অনুষ্টিত হয়। শনিবার বিকাল ৪ টায় সাচনা বাজার ইউনিয়নের শেরমস্তপুর পঞ্চগ্রাম মাদ্রাসা বাজার ও এলাকার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাদেক আলী তালুকদার, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম জিলানী এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের
জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ ,জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোজাম্মাদ আলী, জামালগঞ্জ থানার ওসি মীর মো: আব্দুন নাসের, এলজিইউডি প্রকৌশলী আব্দুল সালাম, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, উপজেলা যুবমহিলালীগের সভাপতি শাহানা আল আজাদ, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন তালুকদার, আসাদ আল আজাদ, নাসিরুল হক আফিন্দী, হাওর বাচাও আন্দোলনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, হাওর অঞ্চলে ব্যাপক উন্নয়ন হচ্ছে, এছাড়া মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজ, রাস্তা,সেতু সহ হাটবাজারের উন্নয়ন হচ্ছে। শেরমস্তপুর পঞ্চগ্রাম বাজারে গরুর হাট করার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বিশ্বনেত্রী শেখ হাসিনার।