
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।।
সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জামালগঞ্জ সদর পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। জাতীয় কন্যা শিশু অ্যাভোকেসি ফোরাম জামালগঞ্জ সদর ইউনিয়ন কমিটির উদ্যোগে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউনিয়নের কন্যাশিশু কমিটির সভাপতি শাহীনা আক্তার। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ এর সঞ্চালনায়, প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা কন্যা শিশু কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার।
বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলার সুজন এর সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা মহিলালীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এসি কুদরত পাশা, নারীনেত্রী আয়েশা আক্তার, সাজিনা আক্তার, ইয়ূথ লির্ডাস লিজা আক্তার, ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বিলকিস,বন্থি, স্বর্ণা, হাসিনা, রুমা প্রমুখ।