ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন-
নতুন পেনশন স্কিমে চল্লিশ বছর নিজের টাকা অন্যের ঘরে রেখে তা পাওয়া হল ভাওতামি। যারা অংক শেখায় তাদের নতুন করে অংক শেখানোর ষড়যন্ত্র করা হচ্ছে।
মঙ্গলবার -৯ জুলাই- দুপুরে সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন।
ড. আনোয়ার হোসেন বলেন- শিক্ষকদের তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা পিছু হটবো না। কোনও ছাড় দেওয়া হবে না। এই এজেন্ডা আমাদের ব্যক্তিগত নয় বরং শিক্ষক সম্প্রদায় ও বাঙ্গালী জাতির। কারণ জাতিকে ধংসের ষড়যন্ত্র হচ্ছে।
উল্লেখ্য, ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারসহ তিন দফা দাবিতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রতিদিন বেলা ১২টায় অনুষদ ভবনের নীচতলায় অবস্থান নিয়ে একঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। অন্যদিকে একই দাবিতে কর্মকর্তা-কর্মচারীরাও অফিস বর্জন করে প্রশাসন ভবনের ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা।