মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে আবু বকর -২৫- নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার -২৪ সেপ্টেম্বর-সকাল ৬টার দিকে সদর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ। নিহত আবু বকর -২৫- ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গরজা গ্রামের আব্দুল জলিলের পুত্র।
নিহতের ভাই মো. আঃ হালিম জানান- তারা দুই ভাই বাঘের বাজার ফুটওভার ব্রিজসহ বিভিন্ন এলাকায় বোতল সংগ্রহ করতেন। তার ছোট ভাই আবু বকর মানসিক রোগী এবং মাদকাসক্ত ছিলেন। সোমবার রাত ৮টার দিকে একসঙ্গে খাবার খাওয়ার পর আবু বকর বোতল সংগ্রহের জন্য বের হন। আমি ফুটওভার ব্রিজে বসে থাকি। রাতে অনেকটা সময় পেরিয়ে গেলেও আবু বকর ফিরে না আসায় আমি তাকে খুঁজতে বের হই। পরে সকাল ৬টার দিকে দেখি আমার ভাই রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে আছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবারের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।