মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ( বিডিইউ) একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনিয়ম, অসুবিধা, অনাচার ক্ষমতার অপব্যবহার, অসম্মানের বিরুদ্ধে সকল ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ৩১ দফা দাবি আদায়ে তৃতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেন।
রবিবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচীতে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির বিভিন্ন ব্যাচের ক্ষুব্দ শিক্ষার্থীবৃন্দ ৩১ দফা দাবি আদায়ে অংশ গ্রহণ করে। বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির সভাপতি মির্জা আবু সাঈমের সভাপতিত্বে ৩১ দফা দাবি উপস্থাপন করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমা, শিক্ষা প্রযুক্তি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মহতামিম হাওলাদার ,শিক্ষা প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আয়মান আসিফ, বিডিইউ ছাএলীগের সহ – সভাপতি সাদিদ আহমেদ।
দাবিগুলোর মধ্যে ছিল দেশের সমসাময়িক অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে সেমিস্টার ফি কমানো. স্বচ্ছ হিসাব প্রদান, অবমূল্যায়ন রোধে পরীক্ষার খাতার পরিচয় গোপন রাখা ,বর্তমান কোর্স রিটেক পদ্ধতি বাতিল করে পূর্বের পদ্ধতি রাখা, রিটেক ফি গ্রহণ বাতিল করা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তথ্য কেন্দ্র ও কমররুমেরস্থা করা, বাস সার্ভিস পরিবহন ব্যবস্থা চালু করা, শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ ও ল্যাব সুবিধা পুনরায়চালু করা, অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা, শিক্ষক সংকট সমস্যা দূরীকরণ দক্ষ অভিজ্ঞ অধ্যাপক নিয়োগ করা ।
বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার সভাপতি মির্জা আবু সাঈম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শিক্ষার্থীদের ৩১দফা দাবীসহ একটি স্মারক লিপি বিডিইউ এর উপচার্য অধ্যাপক ড: মো: মাহফুজুল ইসলাম বরাবরে প্রেরণ করা হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবো।
বিডিইউ এর প্রভোষ্ট সুমন সাহা বলেন, আমাদের মাননীয় উপচার্য মহোদয় শিক্ষার্থীদের ৩১দফা দাবী যৌক্তিক ভাবে মেনে নিয়েছেন। ছাত্র প্রতিনিধির সাথে আলোচনা করে তাদের যৌক্তিক দাবী গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে উপচার্য মহোদয় শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন।।