
স্টাফ রিপোর্টার ভোলা।।
ক্ষমতাসীন দলের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন। বাংলাদেশে আর কখনও কোন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আর তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার করে কোনো লাভ নেই। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আসার কোন সুযোগ নেই । তাই তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে নিজের দলকে সুসংগঠিত করে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আসুন এই সরকারের অধীনে নির্বাচনে আসুন। এর বাইরে কথা বাড়িয়ে আর কোন লাভ হবে বলে আমি অন্তত মনে করিনা। নির্বচন কমিশনার নিয়ে কথা বলে লাভ নেই, কারণ নির্বাচন কমিশনার সময় হলে তার ফরমুলা অনুসারে নির্বাচন দিবে। যেকোনো মূল্যেই ক্ষমতাসীন দলের অধীনে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন বলে মন্তব্য করেছেন, ভোলা (১) আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,
১৩-০৯-২২ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ টায় ভোলা সদর উপজেলার জেলা পরিষদের অডিটরিয়াম হলরুমে জাতীয় শ্রমিক লীগ ভোলা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে ২০২২ পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সময় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কে.এম. আযম খসরু বীর মুক্তিযোদ্ধা, সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ। ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,সাবেক ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং কাচিয়া ইউনিয়নের পরপর চারবারের অত্যন্ত সফল এবং জনপ্রিয় চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
এ সময় জাতীয় শ্রমিক লীগের ভোলা জেলা শাখার হারুন হালাদার সভাপতি ও ফারুক কে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয়।