মো.ইমরান হোসেম হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা , সফিপুর ও মৌচাক এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মরত হাজার হাজার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপারে যানজট, সীমাহীন দূর্ভোগ ও প্রতিনিয়ত দূর্গোঘঁটনার শিকার হচ্ছে ।
কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর , চন্দ্রা , পল্লী বিদ্যুৎ , আনসার একাডেমী, হরিন হাটি ও মৌচাক এলাকার বিভিন শিল্প প্রতিষ্ঠানের কর্মরত হাজার হাজার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহা সড়ক পারাপারে ফুটওভার না থাকায় প্রতিনিয়ত নানা দূর্ঘটনার শিকার হয়ে বহু হতাহতের ঘটনা ঘটছে । এসব এলাকায় সকাল সাত টা থেকে আট – টা পর্যন্ত, দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত ও বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচ টা পর্যন্ত শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে মহা সড়ক পারাপার হচেছ । ফলে তীব্র যানজটে যাত্রী সাধারণের অভাবণীয় হয়রানী ও অতীষ্ঠ হয়ে উঠেছে । মহাসড়কের মাঝে ডিভাইডার থাকার কারণে মাত্র কয়েকটি নির্দিষ্ট স্থানে রাস্তা পারাপারের সুযোগ রয়েছে । বিশেষ করে সুত্রাপুর জি.এম.এস কারখানা , চন্দ্রা নুর গার্মেন্ট, মাহমুদ জিন্স , নায়াগ্রা টেক্সটাইলস , নবীনগর মহাসড়কের ওয়ালটন হাই টেক লিঃ এবং উল্লেখযোগ্য হচ্ছে পল্লী বিদ্যুৎ এলাকায় মারাত্বক যানজটের কারণে প্রায় এক ঘন্টা দূর্ভোগ পোহাতে হচ্ছে । বাস চালক সালাম মিয়া ও পোশাক শ্রমিক আরিফুল ইসলাম , সোলায়মান হোসেন , কাকলী রাণী , সালমা আক্তার , সুফিয়া বেগম ও ব্যবসায়ী মুসলেম উদ্দিন জানান , শুধুমাত্র পল্লী বিদ্যুৎ এলাকায়ই প্রায় ২০ টি শিল্প -কারখানা রয়েছে। জররী ভিত্তিতে পল্লী বিদ্যুৎ বাসষ্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।