
মো.ইমরান হোসেন .
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক দক্ষিনপাড়া আইস মার্কেট এলাকায় একই রশিতে দুই বন্ধু আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে মৌচাক ফাড়ি পুলিশ দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত রিয়াদ হোসেন (২০)জামালপুরের ইসলামপুর থানার পাচবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এবং মনি হোসেন উরফে জসিম (২০)একই থানার খইয়ারদিচর এলাকার হেলাল শেখেরে ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , কালিয়াকৈর উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় মহির উদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় সিলভিয়াএ্যাপারেলস লিমিটেড নামে জুতা তৈরী কারখানায় চাকুরী করতো দুই বন্ধু। গত সোমবার কারখানা ছুটি শেষে বিকেল ৫ টার দিকে তারা দুই বন্ধু বাসায় ফিরে। পরে পরিবারের কাছে ডাক্তার দেখানো কথা বলে বাসা থেকে বের হয়ে আসে তারা। তার পর আর বাসায় ফিরেনি। মঙ্গলবার সকালে স্থানীয়রা একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ আইস মার্কেট দক্ষিন পাড়া এলাকার নির্জন স্থানের কড়ই গাছের ডালে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ দুই জনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীনআহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন । কারখানার প্রোডাকশন ম্যানেজার মিজানুর রহমান জানান, দুই জনই আমাদের কারখানার শ্রমিক। তবে তাদের দুজনের মধ্যে খুবই মিল ছিল বলে আমরা জানতে পেরেছি।
মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর নিশ্চিতহওয়া যাবে ।