নুর মোহাম্মদ কক্সবাজার।।
মাগরিবের নামাযে মসজিদে প্রবেশ কালে কাচের দরজায় ধাক্কা লেগে মুনসেফ আলী নামের একমুসল্লি নিহত হয়েছেন।
শনিবার-২৭ জানুয়ারি-রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন’র ৭নং ওয়ার্ডের ফকিরামুরা কেন্দ্রীয় জামে মসজিদ এ দূর্ঘটনা ঘটে।
পরে মুসল্লিরা গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি কক্সবাজার সরকারী কলেজের শিক্ষার্থী।
কক্সবাজার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন’র ৭নং ওয়ার্ডের ফকিরামুরা এলাকার আহমদ আলীর পুত্র বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান ।
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা জানান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন’র ৭নং ওয়ার্ডের ফকিরামুরা কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাযে প্রবেশ কালে কাচের দরজায় ধাক্কা লেগে কলেজ শিক্ষার্থী মুনসেফ আলী আহত হন,পরে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।