
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
কক্সবাজার জেলার রামু উপজেলাতে এক মুসলিম পরিবারের বসত ঘরের মাটি খুঁড়ে পাওয়া গেছে এক মহামূল্যবান প্রাচীনকালের বুদ্ধমূর্তি।
আজ শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২ রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে পবিত্র অষ্টমীর দিনে চন্দন ও পুষ্প জল ছিটিয়ে পূজার আসনে বসিয়ে প্রতিস্থাপন করা হবে প্রাচীনকালের মহামূল্যবান এই বুদ্ধমূর্তিটি।
কে. শ্রী জ্যোতিসেন মহাথের জানিয়েছেন, বুদ্ধ মূর্তির মূখাবয়ক ও নির্মাণ শৈলী দেখে মনে হচ্ছে এটি বহু প্রাচীনকালের বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য গত মঙ্গলবার রামু উপজেলার জোয়ারিয়ানালার চৌধুরী পাড়া গ্রামের আব্দুর রহিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে এই বুদ্ধমূর্তিটি পাওয়া যায়।
আব্দুর রহিম জানায়, বেশ ক’দিন ধরেই তার সহধর্মিণী নুর বেগম তাদের বসত ঘরের মাটির নীচে বুদ্ধমূর্তি থাকার বিষয়টি স্বপ্নে দেখছিলো৷ পরে মাটি খুঁড়লে ২ ফুট নীচে বুদ্ধ মূর্তিটি পাওয়া যায়।
তিনি জানান, বুদ্ধ মূর্তিটি রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক কে. শ্রী জ্যোতিসেন মহাথেরর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সেটি রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে রয়েছে।
কে. শ্রী জ্যোতিসেন মহাথের জানিয়েছেন, বুদ্ধমূর্তির মুখাবয়ব ও নির্মাণশৈলী দেখে মনে হচ্ছে এটি বহু বছরের পুরনো। আজ শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২ পবিত্র অষ্টমীর দিনে চন্দন ও পুস্প জল ছিটিয়ে পূজার আসনে বসানো হবে এই প্রাচীনকালের মহামূল্যবান বুদ্ধমূর্তিটি ।