মামুন মিঞা
সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদপুর।।
ফরিদপুরের চরভদ্রাসনে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে রাকিব শিকদার -২৬- নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার -২৭ সেপ্টেম্বর- সকাল ৭টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাকিবের।
এ ঘটনায় নিহতের বাবা মকদুম শিকদার বাদী হয়ে ২৭-৯-২০২৪ তারিখে চরভদ্রাসন থানায় ৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন ।
গত ২৩ সেপ্টেম্বর টেঁটাবিদ্ধ হয় রাকিব, টেঁটাবিদ্ধ হওয়ার চার দিন পর রাকিবের মৃত্যু হয়।
জানা যায় -ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের আমিন খার ডাঙ্গী, গ্রামে ৪ বছর পূর্বে মুকদুম সিকদার এর মেজ ছেলে রাকিব শিকদার -২৬- পার্শ্ববর্তী হাজার বিঘা গ্রামের দুলাল খাঁর মেয়ে আন্না বেগম -২২- এর সাথে বিবাহ হয়।
বিবাহের পর হইতে মুকদুম শিকদার এর ছেলে রাকিব শিকদার ও শেখ আনিসের ছেলে সেক আক্তার ভায়রার সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।
বিরোধ সংক্রান্তে আনুমানিক ৬ মাস পূর্বে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় উভয় পরিবার।
এরপর থেকে আক্তার শেখের সাথে মুকদুম শিকদার ছেলে বিরোধ দিন দিন বাড়তে থাকে।
এক পর্যায়ে সাকিবকে নিয়ে আক্তারের বাড়ি যান।
সেখান থেকে ফেরার পথে তার ওপর অজ্ঞাত ব্যক্তিরা হামলা করেন। এ সময় রিয়াজুলের মাথা ফেটে যায় এবং রাকিব টেঁটাবিদ্ধ হন। আহতদের প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ অবস্থায় আজ -শুক্রবার- সকাল ৭টার দিকে মারা যান রাকিব শিকদার।
সংবাদ পেয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ মৃত রাকিব শিকদার এর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। মুকদুম শিকদারের মেজ ছেলে রাকিব শিকদার এর লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আব্দুল গফফার জানান- মৃত্যু রাকিব শিকদারের পিতা মুকদুম শিকদার চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে চরভদ্রাসন থানা পুলিশ একটি হত্যা মামলা রুজু করেছে। অপরাধীদের গ্রেফতারের পুলিশ তৎপর রয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে।