
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে চাঞ্চল্যকর সিক্স মার্ডার মামলার পলাতক আসামি শফিকুল ইসলাম লালু (৫০) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উখিয়ার ময়নারঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন।
গ্রেপ্তার শফিকুল ইসলাম লালু উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৮ এর ব্লক-জি/৪৬ এর মৃত ইউছুফ আলির পুত্র।
৮ এপিবিএন’র সহকারি পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) ফারুক আহমদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উখিয়া উপজেলার ময়নারঘোনা ক্যাম্প-১৮ এর ব্লক-সি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আলোচিত সিক্স মার্ডার মামলার আসামি শফিকুল ইসলাম লালুকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলার এজাহারভুক্ত ১৬নং আসামি।
প্রসঙ্গত, গেল ২০২১ সালের ২২ অক্টোবর শেষরাতে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৮ এর এ- ব্লকের এইচ/৫২ সাব-ব্লকে অবস্থিত মসজিদের ভেতরে তাহাজ্জুদ নামাজরত অবস্থায় নৃশংসভাবে কুপিয়ে ৬ মুসল্লিকে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীর দল। এই ঘটনায় আরো ২০ জন রক্তাক্ত আহত হয়। চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় শফিকুল ইসলাম লালুসহ ২৫ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরো ২০০-২৫০ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা হয়।