দৈনিক আজকের বাংলা ডেস্ক
কক্সবাজারে ঈদগাঁও উপজেলার তরুন সংবাদ কর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কন সালটেশন সেন্টারে চিকিৎসাধীন। সুস্থতা কামনা দোয়াও চেয়েছেন পরিবার।
জানা যায়- কদিন ধরে অসুস্থ হলে সংবাদকর্মী সাগরের মাতা ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার মরহুম মোজাম্মেল হকের সহধর্মিণী হাজেরা বেগমকে ইবনে সিনার মেডিসিনও বক্ষ ব্যাধি রোগের চিকিৎসক মো: নাজমুল হাসনাইন নওশাদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার রিপোর্টের ফলাফল ভালো নেই। মাতার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার বড় সন্তান।
তরুন সংবাদকর্মী এম আবু হেনা সাগর জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের ঈদগাঁও উপজেলা প্রতিনিধি- দৈনিক কক্সবাজার প্রতিদিনের প্রতি নিধি- নিউজ এক্সপ্রেস বার্তা সম্পাদক- এনএএন টিভির প্রতিনিধি- কক্স প্যানোয়া নিউজের বার্তা সম্পাদক- নবদেশ- কক্সভিউসহ বিভিন্ন অনলাইন পোটালের সাথে কর্মরত।
সে সাথে জাতীয় সাংবাদিক সংস্থা- কক্সবাজার জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক- ঈদগাঁও প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব শীল- সুশাসনের জন্য নাগরিক সুজন- ঈদগাঁও উপজেলা শাখার দপ্তর সম্পাদক- সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।