সাইফুল্লাহ নাসির
আমতলী -বরগুনা- প্রতিনিধি।।
বরগুনার নবাগত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম আমতলী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ছাত্র প্রতিনিধি- ইউপি চেয়ারম্যান- বিভিন্ম অফিসের কর্মকর্তা- ইমাম- কাজী- সাংবাদিক- এনজিওকর্মী- উপজেলা পূজা উদযাপন কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের মতামত প্রদান করেন।
আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার -২৬ সেপ্টেম্বর- দুপুর ১ টায় উপজেলা পরিসদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল আলম। সভার শুরুতে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার -ভুমি- মোহাম্মদ তারেক হাসান- আমতলী থানা অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু- উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হালদার- প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন- সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন- ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা- বোরহান উদ্দিন মাসুম তালুকদার- অ্যাড. মনিরুল ইসলাম মনি- আসাদুজ্জামান মিন্টু মল্লিক- জাহিদুল ইসলাম মিঠু মৃধা- বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা,জামায়াতের সেক্রেটারি মো: আ: মালেক সহ সাংবাদিক- সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়ক ফরহাদ হোসেন আপন প্রমুখ।