মোঃ আসিফুজ্জামান আসিফ
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
বিএনপি ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে আন্দোলনের ভিত্তি গড়ে দিয়েছিল, ছাত্রদের মাধ্যমে তা বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে শুক্রবার -১৬ আগস্ট- বেলা ১১টার দিকে রাজধানীর নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
ফখরুল বলেন- আওয়ামী ফ্যাসিবাদের বিদায় হয়েছে, তবে নব্য কোনো ফ্যাসিবাদ যেন মাথা চাড়া দিয়ে না ওঠে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
দেশ এখনও ভাসমান অবস্থায় রয়েছে দাবি করে তিনি বলেন, ‘ভারতে অবস্থানকারী শেখ হাসিনা যেকোনো সময় সুযোগ নিতে পারেন। সাম্প্রদায়িক হামলার কথা বলে আরেকটা ষড়যন্ত্র করতে চায় তারা।
এখন কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ নয়- গণতন্ত্রের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।
অন্তবর্তী সরকার দেশে শান্তি ফেরাতে কাজ করবে উল্লেখ করে ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে পুরোপুরি গণতন্ত্র অর্জিত হয়নি। একমাত্র নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফেরত আসবে।