খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি।।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল হোসেন -২৫- নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার -১ সেপ্টেম্বর- দুপুরে উপজেলার পল্লীবিদ্যুৎ মোড়ে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে- নিহত শাকিল হোসেন রাধানগড় ইউনিয়নের বড়দাপ বামনদিঘী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আবু মুসা মিঞা সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও এলাকাবাসি জানান- দুপুরের দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আটোয়ারী বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সে রাস্তায় পড়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু -ইউডি- মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এব্যাপারে -আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম জানান- সড়ক দুর্ঘটনায় শাকিলের মৃত্যুর বিষয়টি জেনেছি।
তিনি আনসার সদস্য তিনি পূজা ও ভোটের ডিউটি করতেন।