পলাশ সাহা
দুর্গাপুর -নেত্রকোনা- প্রতিনিধি।।
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান নিষিদ্ধের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। বুহস্পতিবার দুপুরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি কাচারী মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার- উপজেলা যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রিপন- পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্ক- যুবদলের সদস্য সচিব সম্রাট গনি- উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সারোয়ার মাহমুদ কাইয়ুম- উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক- পৌর যুবদলের যুগ্ম আহবায়ক একলাছুর রহমান খান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজীব- পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান রহমান- পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম খান- সরকার সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন- নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার মাধ্যমে তাদের ক্ষমতার গদি টিকিয়ে রাখতে চেয়েছিলো আওয়ামী লীগ সরকার। আমরা তাদের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। খুনি সন্ত্রাসীদের দল বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না। অবিলম্বে আইন করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে।