মোঃ নুর উদ্দিন শেখ,
পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুর জেলায় কয়েক দিন ধরে করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে।
জেলায় গত -২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে -৮৫ জনের। শনাক্ত হয়েছে -৪৩ জন।
জেলা সদর হাসপাতালে করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন -৩ জন।
মঙ্গলবার দুপুর পর্যন্ত পিরোজপুর জেলা হাসপাতালে -১৯ জনের করোনা পরীক্ষায় -১৪ জনের করোনা পজেটিভ হয়েছে।
মঙ্গলবার করোনা পরীক্ষায় পিরোজপুর সিভিল সার্জন
ডা. হাসনাত ইউসুফ জাকি’র পজেটিভ রিপোর্ট এসেছে। এছাড়া পিরোজপুরে এনএনআই কর্মকর্তা, ইউএনও, শিক্ষকসহ বেশ কয়েকজন সরকারী কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।
পিরোজপুর জেলা হাসপাতালে করোনা রোগীর জন্য বেড রয়েছে -১০টি। প্রয়োজনে বেড আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলায় এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৭৩টি। পজেটিভ ৫ হাজার ৫৪৮ জন। এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ৭৩৭ জন।
সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ২১৭ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৮৩ জন।