
মো আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার টিএন্ডটি মোড়ের সারেং মঞ্জিলে অবস্থিত ইকরা ক্যাডেট মাদরাসা এখন এলাকার দ্বীনি শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে এক অনন্য দৃষ্টান্ত।
দীর্ঘ পাঁচ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে সুনাম ও বিশ্বাসের সঙ্গে পরিচালিত এই আবাসিক মাদরাসাটি কোরআনের আলোয় একটি প্রজন্ম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে শনিবার বাদ আছর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বাৎসরিক ওয়াজ মাহফিল।
ধর্মীয় ভাবগম্ভীরতা, শালীনতা ও শৃঙ্খলার অনন্য মেলবন্ধনে আয়োজিত এই মাহফিলে সদ্য কোরআনে হাফেজ হওয়া চারজন কৃতি শিক্ষার্থীকে পাগরি ও ফুলেল শুভেচ্ছায় সম্মানিত করা হয়। হাফেজ মোঃ আমন উল্লাহ আমান, হাফেজ মোঃ ইয়াছিন মাহমুদ, হাফেজ মোঃ ইব্রাহিম খলিল এবং হাফেজা মোছাঃ শারিফা আক্তার এই মাদরাসার নিবিড় তত্ত্বাবধান ও মানসম্মত শিক্ষার জীবন্ত প্রমাণ হিসেবে উপস্থিত সবাইকে গর্বিত করে তোলেন।
ইকরা ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা ইতালি প্রবাসী ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম সারেং একজন দূরদর্শী, চিন্তাশীল ও দ্বীনি মূল্যবোধে বিশ্বাসী মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। প্রবাসে অবস্থান করলেও তাঁর হৃদয় ও চিন্তা সবসময় মাদরাসাটিকে ঘিরেই আবর্তিত। একটি আদর্শ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন থেকেই তিনি ইকরা ক্যাডেট মাদরাসা প্রতিষ্ঠা করেন। শুধু প্রতিষ্ঠান গড়ে তোলা নয়, শিক্ষার মান, ছাত্রদের চরিত্র গঠন, থাকা খাওয়া, শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিটি বিষয়ে তিনি সরাসরি দিকনির্দেশনা দিয়ে থাকেন। তাঁর অকুণ্ঠ দান, নিরলস ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার কারণেই আজ এই মাদরাসা এলাকাবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
মাহফিল উপলক্ষে তিনি মাদরাসার উন্নয়নে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এই অনুদান কেবল আর্থিক সহায়তা নয়, বরং কোরআনের শিক্ষাকে বাঁচিয়ে রাখার এক আন্তরিক অঙ্গীকার হিসেবেই দেখছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদরাসার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মুহতামিম মাওলানা ফুয়াদ হাসান অপু। তাঁর নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় মাদরাসার শিক্ষাব্যবস্থা একটি সুসংগঠিত ও আদর্শ রূপ পেয়েছে। শিক্ষার্থীদের প্রতি তাঁর পিতৃসুলভ আচরণ ও শিক্ষার প্রতি গভীর দায়িত্ববোধ মাদরাসার পরিবেশকে করেছে আরও মানবিক ও ফলপ্রসূ।
মাদরাসার সভাপতি হাজী মোঃ জুলহাস সারেং ও সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সারেং সহ পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ইকরা ক্যাডেট মাদরাসা আজ একটি পূর্ণাঙ্গ আবাসিক দ্বীনি শিক্ষাকেন্দ্রে রূপ নিয়েছে। এখানে শিক্ষার্থীদের থাকা খাওয়া, পরিচর্যা ও শিক্ষার প্রতিটি দিক অত্যন্ত যত্ন ও শৃঙ্খলার সঙ্গে পরিচালিত হয়।
অনুষ্ঠানে সাবেক মেম্বার মরহুম আব্দুল মান্নান সারেং এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাহফিলটি এক হৃদয়স্পর্শী পরিবেশে সম্পন্ন হয়।
এলাকাবাসীর মতে, ইকরা ক্যাডেট মাদরাসা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ মানুষ গড়ার কারখানা। প্রতিষ্ঠাতা মোঃ রফিকুল ইসলাম সারেং এর সততা, দূরদর্শিতা ও দ্বীনি চিন্তাধারার কারণেই এই মাদরাসা আজ সম্মান, সুনাম ও বিশ্বাসের এক উজ্জ্বল নাম।
ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান কোরআনের আলো ছড়িয়ে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সকলের।
























