
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রায়পুরে নিজ বাড়ির মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার প্রেক্ষাপট:
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাকিব তার পোল্ট্রি ফার্মে মুরগির জন্য গরম পানি প্রস্তুত করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত একটি বিদ্যুৎবাহী তারের সঙ্গে তার স্পর্শ লাগে। এতে মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং সংজ্ঞাহীন হয়ে যান।
চিকিৎসা ও মৃত্যু:
উপস্থিত লোকজন ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সোহেল রানা স্বাস্থ্য পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এলাকায় শোকের আবহাওয়া:
রাকিবের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ ভারি হয়ে ওঠে। এদিকে, বারবার এমন দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও সাবধান হওয়ার অনুরোধ জানিয়েছেন।
























