
বিজয় চৌধুরী,
রাজধানীর শাহবাগ মোড়ে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ‘শহীদি শপথ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে, যাতে করে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা যায়।
শপথ গ্রহণের মাধ্যমে নেতাকর্মীরা ঘোষণা দেন—আগামী ৩০ কার্যদিবসের মধ্যেই শহীদ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশে ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে রাজপথে সক্রিয় আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শহীদ ওসমান হাদির আদর্শকে সামনে রেখে এই আন্দোলন চলবে এবং কোনো ধরনের ভয়ভীতি, চাপ কিংবা বাধার কাছে তারা মাথানত করবে না।
শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শহীদ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য অনুযায়ী, এই হত্যার মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যে কোনো মূল্যে দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।

























