
সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ:
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের নির্দেশনায় এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারীর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই (নিরস্ত্র) আবদুর রহমান, এএসআই মো. কবির হোসেন ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট ফোর্স।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, ৬ মাসের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানা নং ১০৭২/১৭ এর আসামি মো. মোস্তফা (রসুলপুর), জিআর পরোয়ানা নং ২০৪/২৪ এর আসামি আনোয়ার হোসেন (আমানউল্যাপুর), পুলিশ আইন ৩৪ ধারার আসামি এমদাদুল হক (লক্ষ্মীনারায়নপুর) এবং বেগমগঞ্জ মডেল থানার মাদক মামলা নং-১(৮)২৫ এর আসামি মো. তানভির হোসেন সৌরভ, মো. ইউসুফ মোল্লা, ফখরুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারেও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

























