
ইসমাইল ইমন, চট্টগ্রাম,
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী আভ্যন্তরিক ক্রিয়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রের ইঞ্জিনিয়ার্রিস রিক্রিয়েশন সেন্টার(ইআরসি)’তে অনুষ্ঠিত হয়।
অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম।
আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের অভ্যন্তরীণ ক্রীয়া উপ-কমিটির আহবায়ক ও ইআরসি’র নির্বাহী ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আবু জাফরের সভাপতত্বে ও ও ক্রীয়া উপ – কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রের ভাইস – চেয়ারম্যান (একা.এন্ড এইচআরডি) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন.প্রফেশ.এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম ও সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইআরসি’র সম্পাদক (অর্থ) প্রকৌশলী মোঃ কামরুজ্জামান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারীরিক সুস্থতা আল্লাহতায়ালার প্রদত্ত সবচেয়ে বড় নেয়ামত। নিয়মিত শরীর চর্চার মাধ্যমে মানবদেহের যত্ন নিয়ে শরীরের পরিপক্কতা অর্জনের উপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান যুবসমাজ মোবাইল, ফেসবুক ও ইন্টারনেটে জড়িয়ে পড়েছে এবং মাদকের আগ্রাসী নেশায় আক্রান্ত হচ্ছে। ফলে তাদের জীবনে নেমে আসছে অন্ধকারাচ্ছন্ন, মানসিক অশান্তি ও পারিবারিক অস্থিরতা। তিনি শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করার জন্য প্রকৌশলী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি বৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, নিয়মিত শরীর চর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রেখে জীবন – যাপন করা যায়। তাঁরা আইইবি, চট্টগ্রাম কেন্দ্রেকে প্রকৌশলীদের দ্বিতীয় নিবাস হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে প্রকৌশলী পরিবারের সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহাদ্যপূর্ণ সুসম্পর্ক সৃষ্টি ও সহমর্মিতা স্থাপনের লক্ষে আরো অধিক হারে শরীর চর্চা, খেলা-ধুলা ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও তাঁরা জানান, ইআরসি’র কর্মকাণ্ড সম্প্রসারণ, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে ওমেন চ্যাপ্টার, মহিলা প্রকৌশলী ও প্রকৌশলী গৃহিণীদের জন্য আলাদা ব্যায়ামাগার স্থাপন করা হয়েছে এবং প্রকৌশলী সন্তানদের জন্য বিনোদন স্পট তৈরীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ক্যারামবোর্ড খেলার মাধ্যমে মাসব্যাপী প্রতিযোগিতা শুরু হয়। অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় ৯৯ টি ইভেন্ট ৯ টি গ্রুপে ৬০৪ টি খেলায় ৩৩৪ জন প্রকৌশলী, প্রকৌশলী গৃহিণী/স্বামী ও সন্তানরা অংশগ্রহণ করেন।
প্রকৌশলী আবুল বাশার’র এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।
এসময় উপস্থিত প্রকৌশলীদের মধ্যে আরও বক্তব্য রাখেন, কাউন্সিল সদস্য প্রকৌশলী এ কে এম মামুনুল বাশরী, প্রকৌশলী মোঃ মেজবাহ উদ্দিন খালেদ, ইআরসি’র জেনারেল সেক্রেটারি প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সিনিয়র প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান, প্রকৌশলী বিধান চন্দ্র দাস, প্রকৌশলী পরিমল চন্দ্র পাল, প্রকৌশলী শাহে আরেফিন ও প্রকৌশলী আবুল বাশার প্রমুখ।

























