
চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাত্র এক রাতে দুটি পৃথক সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং ইস্কাফ সিরাপ জব্দ করেছে। এই দুটি অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৯ লক্ষ ৫০ হাজার টাকা (৬,৩০,০০০/- টাকা শাড়ি এবং ৩,২০,০০০/- টাকা ইস্কাফ সিরাপ)।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পৃথক দুইটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানগুলো কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা এলাকায় পরিচালিত হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১২:৪০ মিনিটে অনন্তপুর বিওপি-সংশ্লিষ্ট রামখানা ক্লিনিক মোড় এলাকায় টহল চলাকালে চোরাকারবারীরা ৬৩টি ভারতীয় শাড়ি ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
এর আগে, বুধবার (০৩ ডিসেম্বর) রাত আনুমানিক ০৮:০০ টার দিকে বিজিবি’র টহলদল কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পশ্চিম ধর্মপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে এবং পার্শ্ববর্তী লোকজনের সহায়তায় বাড়ীর ভিতরে তল্লাশীর মাধ্যমে ৮০০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করে।
কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।” তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

























