
বিজিবি’র অভিযানে লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ইস্কাফ ও গাঁজা জব্দ
চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করেছে। এসব অভিযানে জব্দকৃত মাদকের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৪৫,১০০/- টাকা।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালিত হয়। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ০২:৩০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বিওপি’র আওতাধীন কুমারটারী এলাকায় অভিযান চালিয়ে ৬৯ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়, যার সিজার মূল্য ২৭,৬০০/- টাকা।
এর আগে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭:০০ টায় কুড়িগ্রামের নাগেস্বরী থানাধীন রামখানা বিওপি’র আওতাধীন ত্রিমোহোনী এলাকায় অভিযান চালিয়ে ০৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ১৭,৫০০/- টাকা।
তবে উভয় ক্ষেত্রেই চোরাকারবারীরা বিজিবি’র ধাওয়ার মুখে মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

























