
চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে। বুধ ও বৃহস্পতিবার রাতে ও দিনে পরিচালিত তিনটি বিশেষ অভিযানে ভারতীয় গরু, ফেনসিডিল এবং ইস্কাফ সিরাপসহ মোট ১১ লক্ষ ৮ হাজার ৪ শত টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাটের হাতীবান্ধা ও মোগলহাট এবং কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় বিজিবি’র টহলদল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের ধাওয়ায় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে: ৮টি ভারতীয় গরু যার মূল্য আনুমানিক ৯ লাখ ৬০ হাজার টাকা, ৫১ বোতল ফেনসিডিল মূল্য ২০ হাজার ৪শ টাকা, আনুমানিক ৮ হাজার টাকা মূল্যের ২০ বোতল ইস্কাফ সিরাপ এবং ১টি মোটরসাইকেল যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।























