
আলমগীর হোসেন
গাজীপুরের প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তার এক চায়ের দোকানে বৃহস্পতিবার বিকেলে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ–এর সাহসী সাংবাদিক তুহিনকে। প্রত্যক্ষদর্শীদের মতে, একদল দুর্বৃত্ত সবার সামনেই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তাঁর ওপর। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।
তুহিন ছিলেন একজন ন্যায়নিষ্ঠ, নির্ভীক এবং মানবিক সাংবাদিক। এক হাতে কলম, অন্য হাতে সত্যের মশাল নিয়ে যিনি সমাজের অন্ধকার দূর করতে লড়াই করেছেন আজীবন। এই নির্মম হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়—এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
এ ঘটনায় গোটা সাংবাদিক সমাজ শোকাহত ও ক্ষুব্ধ।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন,
“এই হামলা কেবল তুহিন ভাইয়ের উপর নয়, এটি আমাদের প্রত্যেক সাহসী সাংবাদিকের উপর হামলা। অপরাধী যেই হোক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকাল ২টায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্য ও দেশপ্রেমিক নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
এদিকে, তুহিনের মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।
তুহিন ভাই, আপনার কলম থেমে গেলেও আপনার আদর্শ ও সাহসিকতা আমাদের পথ দেখাবে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।