Dhaka , Friday, 1 August 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটে পুলিশের অভিযান: চোরাই অটোরিকশা ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ শহীদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: মাদক ও আসামী আটক, বিপুল পরিমাণ কোয়ার্ড ক্রিম জব্দ মির্জাপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান রামগঞ্জে ছিনতাইকারীর কবলে পরে সর্বস্ব খোয়ালেন ব্যবসায়ী সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপ ও বোন রত্মা বালার ভূমি দূস্যুতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন সরাইলে দূর্বৃত্তের হামলায় ব্যবসায়িক নিহত জুলাই গণ-অভ্যুত্থানে সাংবাদিক নামক আওয়ামী এক্টিভিস্ট হামলায় উস্কানি দাতা ৪০ জনকে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে বহিস্কার মন্ত্রণালয়ের প্রচার কার্যক্রম জোরদার করার আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগে চোখে আলো ফিরছে তাদের লালমনিরহাটের আদিতমারীতে মর্মান্তিক দুর্ঘটনা: টিনের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের প্রাণহানি লালমনিরহাটে হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক গণসচেতনতামূলক কার্যক্রম লালমনিরহাটে তিস্তার পানি কমতে শুরু করলেও পানিবন্দি হাজারো পরিবার, দুর্ভোগ চরমে লালমনিরহাটে সনাকের দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা সম্পন্ন: স্থানীয় পর্যায়ে আন্দোলন জোরদারের অঙ্গীকার রামগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শীর্ষ সন্ত্রাসী ‘শফি ডাকাত’ গ্রেনেড-অস্ত্রসহ গ্রেফতার, রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান রাতের আঁধারে খাসিয়া সম্প্রদায়ের ২ হাজার পান গাছ কর্তন! সতর্কতা: দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, বেগ হতে পারে ৬০ কিমি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়ে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা,পাশেই উপজেলা পরিষদের হলরুম জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন সেবা সংস্থাগুলোর সমন্বয়: – মেয়র ডা. শাহাদাত হোসেন শফিউল বারী বাবু ছিলেন বিএনপির রাজনীতির এক নির্ভিক সৈনিক :-নাজিমুর রহমান জৈন্তাপুরে ১০,০০০ বৃক্ষ রোপনের মাধ্যমে বৃক্ষরোপন অভিযান এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক, সিলেট ফরিদপুরের চরভদ্রাসনে গভীর রাতে তিন সন্তানের জননী গৃহবধূ ধর্ষণ- ধর্ষক গ্রেফতার । মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার আম্বিয়া সেরীন আবাসিক এপার্টমেন্ট ভবনে ১৫ বিজিবির বড় আঘাত: কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ শরীয়তপুরে মানসিক ভারসাম্যহীন স্বামীর শাবলের নির্মম আঘাতে স্ত্রী নিহত শিক্ষক, বাবা ও মাকে ফুল কিনে দিয়ে কৃতজ্ঞতা জানানোর জন্য ছাত্রছাত্রীদের অনুরোধ করেছেন – শিক্ষা উপদেষ্টা। বাঘ শুধু প্রাণী নয়, আমাদের অহংকার—চোরা শিকারিদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের আহ্বান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেত্রকোণার দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১২৪তম জন্মবার্ষিকী পালিত রূপগঞ্জে মুচলেকা দেওয়ার পরও  মাদকসহ এলাকাবাসীর কাছে আটক

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়ে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা,পাশেই উপজেলা পরিষদের হলরুম

  • Reporter Name
  • আপডেট সময় : 02:25:23 pm, Wednesday, 30 July 2025
  • 88 বার পড়া হয়েছে

মোঃ আল আমিন মল্লিক,

বেতাগী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো মাসুদ উর রহমানের  বিরুদ্ধে একনায়কতান্ত্রিক আচরণের অভিযোগ তুলে তাঁর আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান একযোগে বয়কট করেছে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক মহল। এ ঘটনায় পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা জানানোর কথা থাকলেও শুরুতেই তা বিতর্কের জন্ম দেয়। অভিযোগ, একাডেমিক সুপারভাইজার একক সিদ্ধান্তে  বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ দিয়ে সেখানে আয়োজন করে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা,অথচ এধরনের  সরকারী দপ্তরের অনুষ্ঠানের জন্য রয়েছে উপজেলা পরিষদের হলরুম,এছাড়া এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী বা রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিকেই আমন্ত্রণ জানাননি।

এই সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় সাংবাদিক সংগঠনগুলো। এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বেতাগী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেদী হাসান কোয়েল সিকদার বলেন, “আমরা অনুষ্ঠানটি বয়কট করেছি কারণ তিনি কোনো সাংবাদিক সংগঠন বা রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাননি। আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের যে আচরণ, তিনি আজ সেই আচরণেরই পুনরাবৃত্তি করেছেন। আমাদের স্পষ্ট দাবি, এই একাডেমিক সুপারভাইজারকে অনতিবিলম্বে বেতাগী থেকে বদলি করতে হবে।”

সাংবাদিকদের এই বয়কটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বেতাগী প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন খান বলেন, “গণমাধ্যমকে পাশ কাটিয়ে কোনো সরকারি অনুষ্ঠান হতে পারে না। এটি শুধু দৃষ্টিকটূ নয়, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলে আমরা মনে করি। এমন অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে রিপোর্টার্স ইউনিটির বয়কটের সিদ্ধান্ত যৌক্তিক এবং আমরা এর সঙ্গে একাত্মতা পোষণ করছি।”

একইভাবে, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহাদাত হোসেন মুন্না এই ঘটনাকে ‘চরম ঔদ্ধত্যপূর্ণ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “সাংবাদিকদের এই সাহসী বয়কটকে আমরা স্বাগত জানাই। এটি কেবল আমন্ত্রণ না জানানোর বিষয় নয়, এটি একটি অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যম ও রাজনৈতিক সমাজকে বাদ দেওয়াটা চরম ঔদ্ধত্যপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত। আমরা এর তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

একই সুরে কথা বলেছেন বেতাগী পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান। তিনি বলেন, “আমাদেরকে কিছুই জানানো হয়নি। এই শিক্ষা কর্মকর্তা এর আগেও দ্বিমুখী চরিত্র দেখিয়েছেন। আমরা এই ঘটনায় ক্ষুব্ধ।”

এদিকে, অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি জানার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল শিকদার। তিনি বলেন, “আমি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর বিষয়টি জানতে পারি। গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের ছাড়া এমন একটি আয়োজন অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সম্মিলিত বয়কট ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এমন প্রতিক্রিয়ার ফলে অভিযুক্ত একাডেমিক সুপারভাইজারের অবস্থান বেশ নড়বড়ে হয়ে পড়েছে। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

লালমনিরহাটে পুলিশের অভিযান: চোরাই অটোরিকশা ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়ে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা,পাশেই উপজেলা পরিষদের হলরুম

আপডেট সময় : 02:25:23 pm, Wednesday, 30 July 2025

মোঃ আল আমিন মল্লিক,

বেতাগী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো মাসুদ উর রহমানের  বিরুদ্ধে একনায়কতান্ত্রিক আচরণের অভিযোগ তুলে তাঁর আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান একযোগে বয়কট করেছে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক মহল। এ ঘটনায় পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা জানানোর কথা থাকলেও শুরুতেই তা বিতর্কের জন্ম দেয়। অভিযোগ, একাডেমিক সুপারভাইজার একক সিদ্ধান্তে  বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ দিয়ে সেখানে আয়োজন করে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা,অথচ এধরনের  সরকারী দপ্তরের অনুষ্ঠানের জন্য রয়েছে উপজেলা পরিষদের হলরুম,এছাড়া এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী বা রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিকেই আমন্ত্রণ জানাননি।

এই সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় সাংবাদিক সংগঠনগুলো। এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বেতাগী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেদী হাসান কোয়েল সিকদার বলেন, “আমরা অনুষ্ঠানটি বয়কট করেছি কারণ তিনি কোনো সাংবাদিক সংগঠন বা রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাননি। আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের যে আচরণ, তিনি আজ সেই আচরণেরই পুনরাবৃত্তি করেছেন। আমাদের স্পষ্ট দাবি, এই একাডেমিক সুপারভাইজারকে অনতিবিলম্বে বেতাগী থেকে বদলি করতে হবে।”

সাংবাদিকদের এই বয়কটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বেতাগী প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন খান বলেন, “গণমাধ্যমকে পাশ কাটিয়ে কোনো সরকারি অনুষ্ঠান হতে পারে না। এটি শুধু দৃষ্টিকটূ নয়, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলে আমরা মনে করি। এমন অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে রিপোর্টার্স ইউনিটির বয়কটের সিদ্ধান্ত যৌক্তিক এবং আমরা এর সঙ্গে একাত্মতা পোষণ করছি।”

একইভাবে, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহাদাত হোসেন মুন্না এই ঘটনাকে ‘চরম ঔদ্ধত্যপূর্ণ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “সাংবাদিকদের এই সাহসী বয়কটকে আমরা স্বাগত জানাই। এটি কেবল আমন্ত্রণ না জানানোর বিষয় নয়, এটি একটি অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যম ও রাজনৈতিক সমাজকে বাদ দেওয়াটা চরম ঔদ্ধত্যপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত। আমরা এর তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

একই সুরে কথা বলেছেন বেতাগী পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান। তিনি বলেন, “আমাদেরকে কিছুই জানানো হয়নি। এই শিক্ষা কর্মকর্তা এর আগেও দ্বিমুখী চরিত্র দেখিয়েছেন। আমরা এই ঘটনায় ক্ষুব্ধ।”

এদিকে, অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি জানার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল শিকদার। তিনি বলেন, “আমি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর বিষয়টি জানতে পারি। গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের ছাড়া এমন একটি আয়োজন অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সম্মিলিত বয়কট ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এমন প্রতিক্রিয়ার ফলে অভিযুক্ত একাডেমিক সুপারভাইজারের অবস্থান বেশ নড়বড়ে হয়ে পড়েছে। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।