
চঞ্চল,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে লালমনিরহাটের রাজনৈতিক অঙ্গন। এর জের ধরে শনিবার সকালে শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা -জাসাস-এর ডাকা এই কর্মসূচিতে বক্তাদের কণ্ঠে ছিল প্রতিবাদের সুর এবং জিয়া পরিবারের প্রতি আবেগঘন ভালোবাসা।
মানববন্ধনে জেলা জাসাস সভাপতি সামসুদ্দোহা বাবু তার বক্তব্যে গভীর আবেগ ও ক্ষোভের সাথে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় আছেন তার সততা ও দেশপ্রেমের কারণে। তার ছবিকে অবমাননা করা মানে পুরো জাতিকে অপমান করা, যা এদেশের মানুষ মেনে নিবে না।” তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ‘মহান নেতার যোগ্য উত্তরসূরি’ আখ্যা দিয়ে বলেন, “আমাদের নেতা তারেক রহমান সবসময় শালীন বক্তব্য দেন। তাকে নিয়ে অশালীন মন্তব্য আমাদের ব্যথিত করে। এই বিকৃত মানসিকতার মানুষদের প্রতি আমরা ঘৃণা জানাই।”
সামসুদ্দোহা বাবুর বক্তব্যের সাথে সুর মেলান মানববন্ধনে উপস্থিত অন্য নেতারাও। লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক এই ঘটনাকে রাজনৈতিক দেউলিয়াপনা বলে অভিহিত করেন। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মহিলা দল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম সরকার এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম আনন্দসহ উপস্থিত জাসাস নেতৃবৃন্দ প্রত্যেকেই নিজ নিজ বক্তব্যে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের সম্মিলিত প্রতিবাদে মিশনমোড় চত্বরে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।