
চঞ্চল:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর থেকে ১৮৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিলসহ বগুড়ার তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১৩।
সোমবার রাতে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক -মিডিয়া- বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তার হওয়া তিনি নারী মাদক ব্যবসায়ীরা হলেন- বগুড়ার শাজাহানপুর থানার গোহাইল এলাকার বাসিন্দা মো. শাজাহান আলির স্ত্রী মোছা. জোসনা বেগম -৫০- একই এলাকার মকবুল হোসেনের স্ত্রী মোছা. মর্জিনা বেগম -৪৬- ও সদর থানার গোকুল -পশ্চিমপাড়া- এলাকার মোহাম্মদ আলির স্ত্রী মোছা. লাইলী বেগম -৫৮-।
র্যাব জানায়, সোমবার দুপুর আনুমানিক ১২ টা ৫০ মিনিটে কালীগঞ্জের রুদ্রেশ্বর এলাকার আলম মিয়া নামে এক ব্যক্তির বাড়ির পশ্চিম দিকে লালমনিরহাট-কালীগঞ্জগামী পাকা রাস্তার অভিযান পরিচালনা করে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি অভিযানিক দল। সেই সময় র্যাবের নারী সদস্যরা উল্লিখিত নারী মাদক কারবারিদের তল্লাশি করে কাপড়ের অভিযানিক বিশেষ কায়দায় রাখা ১ শ ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।