
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব -পুলিশ ও এনটিএমসি- আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ লালমনিরহাট সদর থানা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার -৮ মে- সকাল ১১ টায় তিনি সদর থানায় আসলে ওসি মোহাম্মদ নূরনবীর নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
পুলিশ জানায়, পরিদর্শনকালে অতিরিক্ত সচিব থানার বিভিন্ন রেজিস্টার ও রেকর্ড পর্যবেক্ষণ করেন। এছাড়াও সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন ও মূল্যবান পরামর্শ দেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই পরিদর্শন শেষে সদর থানার পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সেখানে উপস্থিত সংবাদমাধ্যম কর্মীদের সাথে তিনি মত বিনিময় করে। সংবাদমাধ্যম কর্মীরা তাকে সদর থানার অবকাঠামোগত বিভিন্ন সমস্যা ও সেবাগ্রহীতাদের বসার জায়গার অপ্রতুলতার বিষয়টি জানান।
উল্লেখ্য, অতিরিক্ত সচিব -পুলিশ ও এনটিএমসি- আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ একদিনের সফরে লালমনিরহাটে এসেছেন। সদর থানা পরিদর্শনের পর সিভিল সার্জন কার্যালয়ে অ্যাডভোকেসি ওয়ার্কশপ অন হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেসড ভায়োলেশন (জিভিবি) শীর্ষক কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে যোগদান করার কথা রয়েছে।