
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার।
তিনি আজ রামগঞ্জের টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টামটা নবযুগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম আঙ্গার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি এসব বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন ক্ষুদে শিক্ষার্থীদের জাতীয় সংগীত, প্যারেড, ও শপথ বাক্যপাঠ শুনে আমি খুশি হয়েছি। ক্ষুদে শিক্ষার্থী তোমরা শপথ বাক্য বুঝে সে ভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবে। পড়াশোনা খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে তারপরে তোমরা পরিপূর্ণ মানুষ হয়ে সমাজের ও দেশের সেবা করবে, এটাই যেন হয় তোমাদের জীবনের লক্ষ্য । রোববার দুপুরে রামগঞ্জ পৌরসভার পশ্চিম আঙ্গার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
গণশিক্ষা উপদেষ্টা আরো বলেন লক্ষ্মীপুর জেলাধীন যে সকল প্রাথমিক বিদ্যালয় বন্যায় ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে পর্যায়ক্রমে সকল বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস, এম, রবিন শীষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতিমা বেগম, থানা ওসি মোহাম্মদ আবুল বাশার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম সামছুল ইসলাম প্রমখ।