
কক্সবাজার অফিস
কক্সবাজার সাহিত্য একাডেমির স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার মডেল হাইস্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক নুরুল আজিজ চৌধুরী ছিলেন একাধারে শিক্ষাবিদ, গবেষক, সুসাহিত্যিক, প্রাবন্ধিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক। প্রায়োগিক বাংলা ভাষা ও সাহিত্য চর্চাবিদ হিসেবে জ্ঞান অন্বেষণের এক বিরল সাধক ছিলেন তিনি।
কক্সবাজার সাহিত্য একাডেমির উদ্যোগে শিক্ষাবিদ ও গবেষক নুরুল আজিজ চৌধুরীর স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত স্মৃতিচারণমূলক স্মরণ সভায় সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি, লোক গবেষক, সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম।
লেখক, গবেষক ও সাংবাদিক আজাদ মনসুর’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সাধারণ সম্পাদক ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গল্পকার সোহেল ইকবাল।
এসময় বক্তারা আরো বলেন, নুরুল আজিজ চৌধুরীর মত উদার মনের মানুষগুলো পৃথিবীর সবার বন্ধু হয়ে উঠে। কেবল শিক্ষার্থীদের কাছে নন তাঁর বহুমাত্রিক সাহিত্য প্রতিভার দ্যুতিতে আলোকিত হয়েছেন সমাজের সব শ্রেণির মানুষ।
বিনয়ী, পাণ্ডিত্য, দূরদর্শিতা ও বন্ধুবৎসল মানুষটির আদর্শকে ধারণ করতে পারলেই আলোকিত হবে প্রজন্ম এমনটি মন্তব্য করেন উপস্থিত বক্তারা।
একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক ছড়াকার জহির ইসলামের কুরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু স্মরণ সভায় বক্তব্য রাখেন বহু গ্রন্থের প্রণেতা, একাডেমির জীবন সদস্য, জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, একাডেমির সহ সভাপতি, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার, ছড়াকার মো. নাছির উদ্দিন, কক্সবাজার আইন কলেজের প্রাক্তন অধ্যক্ষ, কবি মোহাম্মদ বাকের, উখিয়া ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, লেখক, অজিত দাশ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি সাংবাদিক জিএএম আশেক উল্লাহ, একাডেমির সাবেক সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মানিক, কবি হাসিনা চৌধুরী লিলি, ব্যাংকার নুরুল আলম হেলালি, পোকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কবি শফিউল আলম শফি, কবি মনজুরুল ইসলাম, ড. নুরুল আবছার, কবি শামিম আকতার, কবি কানিজ ফাতেমা, কবি জোসনা ইকবাল, কবি কল্লোল দে চৌধুরী, গবেষক নুরুল আজিজ চৌধুরীর পুত্রবধু তানজিনা হক অয়নসহ অন্যান্যরা।
এসময় কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপারিন্টেনডেন্ট নাছির উদ্দিন, একাডেমির জীবন সদস্য ইঞ্জিনিয়ার বদিউল আলম, একাডেমির স্থায়ী পরিষদের সদস্য কবি আদিল চৌধুরী ও মরহুমের নাতিন তাফসির রহমান মেহমিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।