
মোঃনেয়াজুর রহমান নয়ন চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার বাদামতল এলাকায় বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার -ভূমি-ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
২০ শে -মার্চ-বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিট পর্যন্ত বাদামতল এলাকায় বিভিন্ন স্থানে অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটায় এ অভিযান চালায় এ সময় কাঞ্চন নগর একটি ইটভাটাই অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা এবং কাগজপত্র না থাকায় ৪লক্ষ টাকা জরিমানা করেন। এই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেিস চাকমা জানাই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবৈধভাবে গড়ে ওঠা যেসব ইট ভাটার কাগজপত্র নাই সেগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষণকারী এইসব অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় তিনি আরো জানান ভাটা স্থাপন,ইট প্রস্তুত -নিয়ন্ত্রণ- আইন ২০১৩অনুযায়ী আইনরঙ্গনকারী,পরিবেশ দূষণকারী এসব অবৈধ ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে।