
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে ৮ বছর বয়সী ও ৩য় শ্রেণীর শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মেহের আলি -৫৫- নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
রবিবার “১৬ মার্চ” সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউপির কাশিনাথঝাড় নামক এলাকায় এই ঘটনাটি ঘটে।
রবিবার “১৬ মার্চ” সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউপির কাশিনাথঝাড় নামক এলাকায় এই ঘটনাটি ঘটে।
অভিযুক্ত মেহের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ওসি মোহাম্মদ নুরনবী।
এলাকাবাসীরা জানান, মেহের আলী কাশিনাথঝাড় গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। সে পেশাদার চোর। ওই গ্রামের কিছু নারীকে নিপীড়ন করার ও চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, রবিবার সকালে ভুক্তভোগী ওই শিশু আলু তোলার উদ্দেশ্যে আলুর ক্ষেতে যান। পথে অভিযুক্ত মেহের আলী তাকে আটক করে ও ১০টাকা নিতে বলে। কিন্তু শিশুটি টাকা না নিলে জোরপূর্বক তার হাত চেপে ধরে। তখন মেহের আলি তাকে চিৎকার করতে বারণ করে ও তাকে দোকান থেকে রুটি কিনে দেয়ার প্রলোভন দেখায়। এরপর শিশুটির হাত চেপে ধরে তাকে কোলে করে তুলে নিয়ে পাশের তামাক ক্ষেতে নিয়ে যায় ও তাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত মেহের। সে সময় শিশুটি তাকে খামচি দিয়ে দৌড়ে পালিয়ে গিয়ে পাশের আলুর ক্ষেতে থাকা এক নারীকে জড়িয়ে ধরেন ও কাঁদতে থাকেন। সেই নারী তাকে রাস্তা পার করে দিলে শিশুটি বাড়িতে এসে তার মা-বাবাকে বিষয়টি জানান। পরে বাড়ির লোকজন ও এলাকাবাসী অভিযুক্ত মেহের আলিকে আটক করে গণপিটুনি দেন। পরবর্তীতে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “ওসি” মোহাম্মদ নুরনবী জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে।