
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন “এসডিএফ” উদ্বোধন করলো RELI বস্ত্র বিতান। এসডিএফ এর লক্ষ্য হল সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে পোশাক উৎপাদনকারী মহিলা সমবায় সমিতি লিমিটেড এর সদস্যদের নিয়ে এই বস্ত্র বিতানের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
সোমবার কুলাঘাটের চরকুলাঘাটে অবস্থিত “RELI বস্ত্র বিতান” উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাস্টার অফিসার -সিও- ২ নম্বর কুলাঘাট ক্লাস্টার, সদর লালমনিরহাটের মো. শাহজাহান সিরাজ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এসডিএফ-এর রংপুরের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “ স্থানীয় পর্যায়ে উৎপাদনকারী দল গঠন করে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। দলগুলো সম্মিলিতভাবে পণ্য উৎপাদন করবে, কারিগরি সহায়তা গ্রহণ করবে, উপকরণ সংগ্রহ করবে এবং বাজারজাতকরণে একে অপরকে সহায়তা করবে। -পুশ এবং পুল- পদ্ধতির মাধ্যমে উদ্যোক্তা তৈরি করে তাদের উৎপাদনের ক্ষেত্রে সক্ষমতা এবং বাজার সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।“
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ’র ডেপুটি ম্যানেজার মিজানুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক, রংপুর আলম আকবর, জেলা ব্যবস্থাপক আঃ সামাদসহ ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাস্টার সোসাইটির সভাপতি বিউটি রানি, মোছা. তাহমিনা খানম প্রমুখ।