
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচিকে চসিক একুশে পদক-২০২৫ ভূষিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম কলেজ এইচএসসি-৯৬ ব্যাচ।
রবিবার বিকেলে নগরের ২ নম্বর গেট ইয়াকুব টাওয়ারের উইন্ড অব চেঞ্জ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় সংবর্ধিত জাহিদুল করিম কচিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
সৈয়দ জালাল আহমেদ রুম্মান ও নওরিন করিমের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ -এ্যাব- চট্টগ্রামের সভাপতি জানে আলম সেলিম, প্রেস ক্লাবের সাবেক গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, ৭১ টিভির বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সদস্য শাহনেওয়াজ রিটন প্রমুখ।